পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের নাম সবাই জানে

এই তুষার আচ্ছাদিত চূড়াগুলিতে রাতে শোনা যায় এক বিকট শব্দ

এই আওয়াজগুলো এতই জোরে এবং ভীতিকর

শত শত কিলোমিটার দূর থেকেও শোনা যায়

হিমালয়ে সূর্য অস্ত যাওয়ার পর তাপমাত্রা দ্রুত কমে যায় এখানে থাকা হিমবাহদেরও সরণ শুরু হয়

উচ্চ উচ্চতায় অবস্থিত হিমবাহগুলো ভাঙতে শুরু করে

যার শব্দ খুবই শিউরে ওঠা

এই আওয়াজ কোনও ভৌতিক নয় হিমবাহ ভাঙার শব্দ

গবেষণায় বোঝা যায়, হিমবাহও বিস্ফোরিত হচ্ছে

সেই শব্দই শোনা যায় রাতে