সৌরমণ্ডলের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি

শনিকে বেষ্টন করে যে বলয় রয়েছে

তা শনিকে গ্রহমণ্ডলে এক নিজস্বতা দিয়ে রেখেছে

শনির 'আইকনিক বলয়' এবার অদৃশ্য হয়ে যাচ্ছে

শনি গ্রহের এই বলয় মূলত ধূলিকণা, পাথরের টুকরো বরফের ছোট ছোট টুকরো দিয়ে তৈরি

বলয়ের যে ঘনত্ব ছিল তা অনেকটাই কমেছে বলে মত বিজ্ঞানীদের

কেন তা অদৃশ্য হচ্ছে হঠাৎ করে

সেই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছেন বিজ্ঞানীরা

বলয় ভেদ করে শনিতে প্রবেশের ক্ষমতা পৃথিবীর বিজ্ঞানের হয়নি

পৃথিবীর বিজ্ঞানের হয়নি