কার সঙ্গে ডেট করছেন আদিত্য রায় কাপুর? বলিউডে এখন নতুন কাপল অ্যালার্ট, আদিত্যকে দেখা গিয়েছে এক নায়িকার সঙ্গে। অনন্যা পাণ্ডেকে ডেট করছেন আদিত্য, জোর গুঞ্জন বলিউডে। সত্যাসত্য বোঝার উপায় নেই, তবে ভক্তরা এখনই মাতামাতি শুরু করেছেন। দুজনের নাম যোগ করে নতুন 'কাপল নেম'ও তৈরি করে ফেলেছেন তাঁরা। 'আদিয়া'-অনন্যা এবং আদিত্যকে একসঙ্গে এভাবেই সম্বোধন করছেন ভক্তের দল। কৃতী শ্যাননের দীপাবলি পার্টিতে একসঙ্গে এসেছিলেন দুজন। তার পর থেকেই জল্পনা তুঙ্গে। মণীশ মলহোত্রার দীপাবলির পার্টিতেও একসঙ্গে ঢুকতে দেখা গিয়েছিল দুজনকে। দুজনের পোশাকেও রংমিলান্তি ধরা পড়েছিল। তার পর থেকে আপ্লুত ভক্তেরা।