'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' ছবির হাত ধরে পরিচালনা শুরু আদিত্য চোপড়ার। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এই ছবি আজও সাড়া ফেলে রেখেছে।

দুর্দান্ত সংলাপ থেকে শুরু করে কালজয়ী অভিনয়। আজও মনে দাগ কাটে অমরিশ পুরি, ফরিদা জালাল, অনুপম খেরের অভিনয়।

শুধু কি তাই? ছবির গান এখনও মানুষের মনে টাটকা। এখনও মনের মানুষকে প্রেম প্রস্তাব দিতে এই ছবির গানই শ্রেষ্ঠ।

এই ছবি কিং খানের কেরিয়ারেও একটি মাইল ফলক। খল নায়কের চরিত্রের মোড়ক ছেড়ে একেবারে অন্য পরিচয় পান তিনি। যা আজও তাঁর সঙ্গী।

এই ছবির হাত ধরে দর্শক হিট জুটি পান। শাহরুখ খান ও কাজল। এরপর একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তাঁরা।

ছবির প্রথমার্ধ সম্পূর্ণ শ্যুট করা ইওরোপে। তারপরই দ্বিতীয় ভাগে পঞ্জাবের সর্ষে খেত। সেই সঙ্গে 'ঘর আজা পরদেশি, তেরা দেশ বুলায়ে রে' গান।

স্ট্রিক্ট বাবার ভূমিকায় অমরিশ পুরি, অন্যদিকে মমতাময়ী মায়ের চরিত্রে ফরিদা জালালের জুটি এই ছবির অন্যতম বড় উপাদান।

ছবিতে পরমীত শেট্টি, মন্দিরা বেদীর চরিত্রগুলি ছোট হলেও তা যথেষ্ট প্রভাব বিস্তার করে।

ছবিটি মূলত রোম্যান্টিক ঘরানার হলেও পারিবারিক সম্পর্কের দৃঢ়তা নিয়েও কথা বলে এই ছবি।

ছবির কিছু কালজয়ী গান 'মেহেন্দি লগা কে রখনা', 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম' আজও মানুষের মুখে মুখে ঘোরে।