সম্পূর্ণ বদলে যেতে চলেছে ফুটবল বিশ্বকাপের খোলনলচে ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল মোট আটটি গ্রুপের পরিবর্তে পরের বিশ্বকাপে থাকবে ১২টি গ্রুপ প্রত্যেক গ্রুপে থাকবে ৪টি করে দল গ্রুপের সেরা দু'টি দল রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেবে সেই সঙ্গে ১২টি গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে শেষ করা দলগুলির মধ্যে সেরা আটটি দল উঠবে নক আউটে বিশ্বকাপ শুরু হবে ২০২৬ সালের ২৫ মে, ফাইনাল ১৯ জুলাই বিশ্বকাপ চলবে ৪০ দিন ধরে যে দু’দল ফাইনালে উঠবে তাদের খেলতে হবে আটটি করে ম্যাচ প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে মোট ম্যাচের সংখ্যা