বর্তমানে বেসরকারি জীবন বিমা পলিসির ভিড়েও বেশিরভাগ লোকেরই পছন্দ LIC পলিসি।
ভারতের বৃহত্তম বিমা কোম্পানি হওয়ার সুবাদে এই কোম্পানির উপর আস্থা রাখে দেশবাসী।
সেই কারণে LIC-র গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। দিন দিন এই পলিসি গ্রহণকারীর সংখ্যা বেড়েই চলেছে।
এই পলিসির মাধ্যমে সাধারণ মানুষ সঞ্চয়ের পাশাপাশি আর্থিক নিরাপত্তার সুবিধা পায়। এরকমই একটি পলিসির নাম LIC Bachat Plus Plan।
পলিসিধারক পলিসির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত জীবিত থাকলে মেয়াদপূর্তির পরে পলিসিধারক বড় অঙ্কের টাকা পান।
এই স্কিমের মাধ্যমে আপনি বার্ষিক, অর্ধ -বার্ষিক, ত্রৈমাসিক বা মাসে মাসে প্রিমিয়াম দিতে পারেন।
এখানে গ্রাহকরা ঋণ নেওয়ার সুবিধাও পাবেন। সিঙ্গল প্রিমিয়াম অপশনে পলিসির 3 মাস শেষ হওয়ার পরে ঋণ নেওয়া যেতে পারে।
এই পলিসিতে আয়কর ধারা 80C এর অধীনে ছাড় পাবেন। এই পলিসিতে ন্যূনতম বিমা পরিমাণ 1 লক্ষ টাকা, তবে কোনও সর্বোচ্চ সীমা নেই।