মুক্তি পেল আতিউল ইসলাম পরিচালিত আসন্ন ছবি 'চাতক'-এর চরিত্রদের প্রথম লুক।

'স্পার্ম ডোনেশন' বর্তমান সমাজে কারও অজানা না হলেও, আজও এই বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে চান না কেউই।

তবে এবার এই রাখ ঢাক করা বিষয়টি নিয়েই চলচ্চিত্রের জগতে আসছে নতুন ছবি 'চাতক'।

অভিনয় করবেন বিশ্বনাথ বসু, সমদর্শী দত্ত, সায়ন্তনী গুহ ঠাকুরতা, মন্টু মল্লিক, অনুরাধা রায়, রবিশঙ্কর রবি, অনিন্দিতা সোম প্রমুখদের।

স্পার্ম ডোনেশন ও তার প্রভাব কীভাবে এক দম্পতির জীবনে পড়বে, সেই গল্পই দর্শকের সামনে তুলে ধরতে চলেছেন আতিউল ইসলাম।

বর্তমানে অনেক দম্পতির কাছেই স্বাভাবিকভাবে সন্তান লাভ করা বেশ সমস্যার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

স্ট্রেস, বিভিন্ন সামাজিক ও মানসিক চাপ, শারীরিক অক্ষমতার কারণে অনেক সময়েই স্বাভাবিক নিয়মে বাবা-মা হতে পারেন না বহু দম্পতি।

কিন্তু সকলেই চান তাঁদের জীবনে স্নেহ এবং বাৎসল্যের প্রভাব আসুক, এবং তার থেকেই সকলে সন্তান কামনা করেন।

ঠিক এই সমস্যারই সমাধানের জন্য মানুষের পাশে এখন এসে দাঁড়িয়েছেন স্পার্ম ডোনাররা।

তাঁরা তাঁদের বীর্য দান করেন, এবং তার জন্য কোনওরকম পারিবারিক সম্বন্ধ বা স্বার্থ তাঁরা দেখেন না।