বয়স মাত্র ১৬ বছর কিন্তু বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন ছোটবেলায় হারাতে হয় দুই হাত কিন্তু স্বপ্ন দেখা থামেনি পা দিয়েই তির ছোড়া শুরু শীতল দেবীর প্যারা এশিয়ান গেমসে জিতেছিল ৩ পদক এবার বিশ্বের এক নম্বর তিরন্দাজ হল শীতল শীতল আপ্লুত, তবে ভেসে যাচ্ছে না শুধু বলেছে, 'মানুষ যে আমাকে চিনেছে, সেটাই আমার কাছে যথেষ্ট। আমি ভীষণ খুশি।' ২০২২ সাল থেকে তিরন্দাজিকে কেরিয়ার হিসাবে বেছে নিয়েছে শীতল