টসে হেরে যান সূর্য। ব্যাট হাতেও দিনটা ভাল যায়নি। যদিও ভারতীয় অধিনায়ক হিসেবে অজিদের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছেন।

টসে হেরে যান সূর্য। ব্যাট হাতেও দিনটা ভাল যায়নি। যদিও ভারতীয় অধিনায়ক হিসেবে অজিদের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছেন।

ABP Ananda
ঝোড়ো শুরু করলেও বড় রান পাননি যশস্বী জয়সওয়াল (৩৭)। অল্প রানে ফেরেন শ্রেয়স আইয়ারও।

ঝোড়ো শুরু করলেও বড় রান পাননি যশস্বী জয়সওয়াল (৩৭)। অল্প রানে ফেরেন শ্রেয়স আইয়ারও।

ABP Ananda
একপ্রান্ত আগলে রেখেছিলেন রুতুরাজ গায়কোয়াড় (৩২)।

একপ্রান্ত আগলে রেখেছিলেন রুতুরাজ গায়কোয়াড় (৩২)।

ABP Ananda
দুরন্ত ছন্দে থাকা রিঙ্কু সিংহ খেলেন দুর্ধর্ষ ইনিংস। তাঁর দাপটেই ১৭৪ রানের লড়াকু স্কোর খাড়া করে ভারত।

দুরন্ত ছন্দে থাকা রিঙ্কু সিংহ খেলেন দুর্ধর্ষ ইনিংস। তাঁর দাপটেই ১৭৪ রানের লড়াকু স্কোর খাড়া করে ভারত।

ABP Ananda

অজিদের বিরুদ্ধে চতুর্থ টি২০-তে ৪ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪৬ রান করেন রিঙ্কু।

ABP Ananda

যোগ্য সঙ্গত পান দলে সুযোগ পাওয়া জিতেশ শর্মার। ১ বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ৩৫ রান হাঁকান কিপার-ব্যাটারটি।

ABP Ananda

বল হাতে কামাল দেখান অক্ষর প্যাটেল। মূলত তাঁর দাপটেই ২০ রানে ম্যাচ ও সিরিজ জেতে ভারত।

ABP Ananda

৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন অক্ষর। ম্যাচের সেরাও হয়েছেন তিনিই।

ABP Ananda

একটি উইকেট পেলেও বল হাতে অক্ষরের সঙ্গে দাপট দেখান রবি বিষ্ণোই-ও।

ABP Ananda

দাপট বজায় রেখে চতুর্থ ম্যাচে জিতে ৩-১ ব্যবধানে সিরিজ জেতে ভারত। সম্পূর্ণ হয় বিশ্বকাপের বদলা।

ABP Ananda

ছবি সৌজন্য - PTI ও ফাইল চিত্র।

ABP Ananda