ক্রিকেটার ট্রেডিংয়ের পর্ব শেষ। এবার নিলাম। আগামী ১৯ ডিসেম্বর। দুবাইয়ে। আইপিএলের নিলাম।

আগামী আইপিএলে মোট ১১৬৬ ক্রিকেটার নিলামে উঠবেন। যার মধ্যে ৮৩০ ভারতীয় ও ৩৩৬ বিদেশি খেলোয়াড়।



২১২ জন ক্যাপড খেলোয়াড় রয়েছেন যে তালিকায়। যার মধ্যে ১৮ জন ভারতীয় ক্রিকেটার।

ক্যাপড ক্রিকেটারদের মধ্যে ৪ জন ভারতীয় নিলামের জন্য তাঁদের নূন্যতম দর বেঁধেছেন ২ কোটিতে। বাকিরা যে দর রেখেছেন ৫০ লক্ষ।

কেকেআর ছেড়ে দেওয়ার পর নিলামে উঠছেন শার্দিল ঠাকুর। যিনি বেস প্রাইজ রেখেছেন ২ কোটিতে।

হর্ষল প্যাটেলও নিলামে তাঁর নূন্যতম দর বেঁধেছেন ২ কোটি।

আরসিবি ছেড়ে দেওয়ার পর নিলামে ২ কোটি বেস প্রাইজ রেখেছেন কেদার যাদবও।

অভিজ্ঞ ভারতীয় পেসার উমেশ যাদবও তাঁর দর বেঁধেছেন ২ কোটিতে।

মণীশ পাণ্ডে, শিবম মাভি, করুণ নায়ার, জয়দেব উনাদকাতের মতো বাকি ১৪ ক্যাপড ভারতীয় নিলামে বেস প্রাইজ রেখেছেন ৫০ লক্ষ।

ছবি সৌজন্য- আইপিএল ও ফাইল চিত্র।