এপ্রিলের শেষ দিনে হবে। এটাই এই বছরের প্রথম সূর্য গ্রহণ। নাসা জানিয়েছে এটা আংশিক সূর্যগ্রহণ। চার-পাঁচ ঘণ্টা স্থায়ী হবে। ভারতীয় সময়ে দুপুর ১২টা ১৫ থেকে ২টা ১১ মিনিট স্থায়ী হবে গ্রহণ। তবে ভারতের আকাশ থেকে গ্রহণ দেখা যাবে না। চিলি, আর্জেন্টিনা এবং উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, পেরুর কিছু অংশ থেকে গ্রহণ দেখা যাবে। আন্টার্কটিকার কিছু অংশ থেকেও দেখা যাবে গ্রহণ। এখানে সূর্যকে আংশিক ঢাকবে চাঁদ, সেকারণেই আংশিক সূর্যগ্রহণ হবে। নাসা বসছে, সূর্যের ৬৫ শতাংশ মতো ঢাকা পড়বে চাঁদের ছায়ায় ভারত থেকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উৎসাহীরা দেখতে পারবেন গ্রহণ।