১৯৯২ সালের ৬ ফেব্রুয়ারি জন্ম নেন বলিউডের 'দিলবর গার্ল' নোরা ফতেহি। তিনি কানাডার অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী, গায়িকা ও প্রযোজক। নোরা হিন্দি, তেলুগু, মালয়লম ও তামিল ভাষায় ছবি করেছেন। বলিউডে 'রোর: টাইগারস অফ দ্য সুন্দরবনস' ছবি দিয়ে আত্মপ্রকাশ। তেলুগু ছবিতে আইটেম নম্বর করেই জনপ্রিয়তা লাভ করেন। 'টেম্পর', 'বাহুবলী: দ্য বিগিনিং','কিক ২' সকল ছবিতেই কাজ করেছেন। ২০১৫ সালে 'বিগ বস ৯'-এর তিনি অন্যতম প্রতিযোগী ছিলেন। ৮৪তম দিনে বাদ পড়েন। ২০১৬ সালে তিনি নাচের রিয়েলিটি শো 'ঝলক দিখলা যা'-এ অংশ নিয়েছিলেন। হিন্দি ছবি 'সত্যমেব জয়তে'তে দেখা যায় নোরা ফতেহিকে। সেখানে তিনি 'দিলবর' গানে নাচ করেন। ২০১৯ সালে 'মরজাভাঁ' ছবিতে নোরা ফতেহি হিসেবেই আত্মপ্রকাশ। ২০২২ সালে মুক্তি পেয়েছে 'থ্যাঙ্ক গড'। এই ছবিতেও তিনি নোরা ফতেহি হিসেবেই আত্মপ্রকাশ করেন। গুরু রনধাওয়ার সঙ্গে একাধিক নাচের ভিডিওয় দেখা যায় তাঁকে। গুরু রনধাওয়ার সঙ্গে প্রেমের গুজবও রটে নোরার।