টি-টোয়েন্টির ধুম ধাড়াক্কা ক্রিকেটে অনেক সময়ই অসাধারণ ক্যাচ ম্যাচের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়



মতান্তরে বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ আইপিএলে সর্বাধিক ক্যাচ ধরেছেন এঁরা



বিশ্বের সেরা ফিল্ডারদের মধ্যে রবীন্দ্র জাডেজার নাম থাকবেই



সিএসকের তারকা অলরাউন্ডার ২২৬টি আইপিএল ম্যাচ খেলে ৯৭টি ক্যাচ ধরেছেন



রোহিত শর্মার ফিটনেস নিয়ে প্রায়শই প্রশ্ন উঠলেও, এই তালিকায় তিনি চারে রয়েছেন



২৪৩টি আইপিএল ম্যাচে ৯৮টি ক্যাচ ধরেছেন রোহিত



রোহিতের প্রাক্তন সতীর্থ কায়রন পোলার্ডও এই তালিকায় রয়েছেন



১৮৯টি ম্যাচ খেলে ১০৩টি ক্যাচ ধরার কৃতিত্ব রয়েছে পোলার্ডের দখলে



আইপিএলে ২৩৭ ম্যাচে ১০৬টি ক্যাচ ধরেছেন বিরাট কোহলি



ব্যাট তো বটেই, ফিল্ডার হিসাবেও বিরাট যে বিশ্বের অন্যতম সেরা তা এই পরিসংখ্যানই প্রমাণ করে দেয়



'মিস্টার আইপিএল' সুরেশ রায়না ১০৯টি ক্যাচ ধরে এই তালিকার শীর্ষে রয়েছেন