জেসন হোল্ডার কিন্তু গত দুই মরশুমে বেশ ভাল দামেই বিক্রি হয়েছিলেন



তবে ব্যাটিংয়ে বড় রানের অভাব এবং ডেথ ওভারে তাঁর বোলিংয়ের সীমাবদ্ধতা তাঁর অবিক্রিত থাকার অন্যতম কারণ



অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন জস ইংলিশ



ভারতের বিরুদ্ধে সিরিজ়ে শতরান হাঁকালেও তাঁকে কেউ দলে নেয়নি



বিধ্বংসী ফর্মে থাকা ফিল সল্ট সদ্যই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পরপর শতরান হাঁকিয়েছেন



কিপার-ব্যাটারকে তাও কেউ দলে না নেওয়ায় তিনি নিজেও কিন্তু হতাশা প্রকাশ করেছেন



তাঁর দুই সঙ্গী যেখানে আইপিএল রেকর্ড গড়েন, সেখানে জস হ্যাজেলউড নিলামে অবিক্রিতই রয়ে গেলেন



হ্যাজেলউড মার্চ, এপ্রিল মাসে নাও খেলতে পারেন, এই পূর্বাভাসই সম্ভবত তাঁর বিরুদ্ধে গেল



বর্তমান বিশ্বের সর্বসেরা ব্যাটারদের অন্যতম স্টিভ স্মিথ গতবারের মতো এই আইপিএলেও অবিক্রিত থেকে গেলেন



তাঁর পরিসংখ্যান যাই হোক, টি-টোয়েন্টি ক্রিকেটার না হওয়ার ট্যাগটা কিন্তু স্মিথের বড় বাঁধা