এবার টেলিভিশনের পর্দায় জুটি বাঁধতে চলেছেন অঙ্কিতা চক্রবর্তী ও জিতু কামাল। ২৪ এপ্রিল জি বাংলায় মুক্তি পাচ্ছে 'ফ্ল্যাট থেকে পালিয়ে'। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও আর্যকে। পরিচালনার দায়িত্বে আরণ্যক চট্টোপাধ্যায়। এই ছবিতে তিন সদস্যের এক পরিবারকে দেখানো হবে। লকডাউনে সেই পরিবারের রোজনামচা উঠে আসবে। বাবা, মা ও ছেলের সংসার। সেখানে মায়ের চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী। চরিত্রের নাম দেবী। দেবীর ছেলের নাম ডিলান। গল্পটি মূলত ডিলানের সঙ্গে তাদের নিরাপত্তারক্ষীর ছেলের বন্ধুত্বকে ঘিরে। লকডাউনে যখন সকলে নিজেদের বাড়ির চার দেওয়ালের মধ্যে আবদ্ধ ছিল। সেই সময়ের প্রেক্ষাপটে তৈরি ছবি। এমন সময়ে বন্ধুর অভাবে ও পরিবারের মানুষদের থেকে যথাযথ নজর না পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ডিলান। অঙ্কিতার জানাচ্ছেন যে মায়ের চরিত্রে অভিনয় করতে বেশ ভালই লেগেছে। শ্রীজাত ও আর্য দুই জনেই বেশ মনোরঞ্জন করত সেটে। দুজনেই খুব মিষ্টি, জানাচ্ছেন অভিনেত্রী। জিতুর বিপরীতে অভিনয় করাও বেশ নতুন একটা অভিজ্ঞতা। ওঁর সঙ্গে খুব অনায়াসে কাজ করা গেছে। 'ক্যামেরার পিছনেও আমি আর জিতু দীর্ঘক্ষণ গল্প করতাম', বলছেন অঙ্কিতা।