Image Source: Pexels, Pixabay

সাধারণত শীতকালে ফুলকপি বেশি খাওয়া হয়ে থাকে। কিন্তু এখন বিজ্ঞানের হাত ধরে মোটের উপর সারাবছরই কম বেশি ফুলকপির ফলন হয়।

Image Source: Pexels, Pixabay

বাঙালির রান্নাঘরে এর কদরও রয়েছে। ফুলকপি রান্নার সময় অনেকসময়েই পাতা ফেলে দেওয়া হয়।

Image Source: Pexels, Pixabay

ফুলকপি পাতা ও ডাঁটি ফেলে দিয়ে শুধুমাত্র ফুলের অংশ দিয়েই রান্না করেন অনেকে। কিন্তু পাতা কি সত্যিই খাওয়া যায় না?

Image Source: Pexels, Pixabay

ফুলকপির পাতা ও ডাঁটি আয়রনের অত্যন্ত ভাল উৎস। তাই সেগুলো ফেলে দেওয়ার বদলে খাওয়া বেশি প্রয়োজন।

Image Source: Pexels, Pixabay

অনেকসময়েই পাতা ফেলে দেওয়া হয়, কিন্তু সেটা দিয়ে তরকারি করা যায়। তাতে শরীরে আয়রনের জোগান আসবে।

Image Source: Pexels, Pixabay

ফুলকপির পাতায় বহু পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট থাকে। চুল ঝরে যাওয়া, দুর্বল রোগ প্রতিরোধ শক্তি বাড়াতেও এর প্রয়োজন রয়েছে।

Image Source: Pexels, Pixabay

ফুলকপির পাতা ও ডাঁটিতে উচ্চ মাত্রায় ফাইবারও রয়েছে। যা পাচনতন্ত্র ঠিক রাখতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমায়।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।