Image Source: Pexels

আপনি কি বছরভর পা-ফাটার সমস্যায় ভোগেন? তাহলে এই সমস্যা এড়াতে মেনে চলুন সহজ কয়েকটি টিপস।

Image Source: Pexels

মূলত পায়ের গোড়ালির অংশ ফেটে যায় এবং ত্বক অত্যধিক রুক্ষ-শুষ্ক হলেই এই সমস্যা দেখা যায়।

Image Source: Pexels

এছাড়াও পা অপরিষ্কার থাকলেও পা-ফাটার প্রবণতা দেখা দিতে পারে।

Image Source: Pexels

ঘরোয়া পদ্ধতিতেই এই পা ফেটে যাওয়ার সমস্যা ধীরে ধীরে কমিয়ে ফেলা যায়।

Image Source: Pexels

পা-ফাটার সমস্যা দূর করতে সবার আগে প্রয়োজন পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।

Image Source: Pexels

বাইরে বেরোলে বাড়ি ফিরে নিয়মিত পা পরিষ্কার করতে হবে। ব্যবহার করতে পারেন লিকুইড সাবান বা শ্যাম্পু।

Image Source: Pexels

পিউমিক স্টোন এবং ব্রাশ দিয়ে ঘষে গোড়ালির অংশ পরিষ্কার করুন। ব্যবহার করুন হাল্কা গরম জল।

Image Source: Pexels

নিয়মিত ভাবে পা পরিষ্কারের পাশাপাশি ক্রিম-ময়শ্চারাইজার লাগানোও প্রয়োজন। এর ফলে ত্বক আর্দ্র এবং নরম থাকবে।

Image Source: Pexels

মাঝে মাঝে পায়ে ম্যাসাজ করুন। অতি অবশ্যই পরিষ্কার রাখুন নখ।

Image Source: Pexels

রাস্তাঘাটে পায়ে মোজা এবং বাড়িতে জুতো পরার অভ্যাস করে নেওয়া ভাল।