প্যারিস সঁ-জরমঁকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা পাকা করে বরুসিয়া ডর্টমুন্ড



খেতাব জিতে মার্কো রইসকে বিদায় জানানোর সুবর্ণসুযোগ ডর্টমুন্ডের সামনে



তবে ওয়েম্বলিতে জয়ের থেকে হারলে অধিক লাভবান হবে জার্মান ক্লাবটি



কারণ দলের প্রাক্তন ফুটবলার তথা বর্তমান রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যাম



ওয়েম্বলিতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধেই মাঠে নামতে চলেছে বরুসিয়া ডর্টমুন্ড



রিপোর্ট অনুযায়ী বেলিংহ্যাম চ্যাম্পিয়ন্স লিগ জিতলে লস ব্লাস্কোসকে ৪.৩ মিলিয়ন দিতে হবে



মরশুমের সেরা দলে থাকলে রিয়ালের থেকে আরও ১.৭ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড পাবে ডর্টমুন্ড



চ্যাম্পিয়ন্স লিগ পরাজিত দল পুরস্কার হিসাবে পাবে ১২.৭ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড



অর্থাৎ সেক্ষেত্রে ডর্টমুন্ডের মোট আয় হবে ১৯.৩ ব্রিটিশ পাউন্ড



কিন্তু ডর্টমুন্ড জিতলে বিজয়ী দল হিসাবে দুই মিলিয়ন মতো কম, ১৭.২ ব্রিটিশ পাউন্ডই পুরস্কারমূল্য হিসাবে পাবে



Thanks for Reading. UP NEXT

মরশুম শেষেই ডর্টমুন্ডকে বিদায় জানাচ্ছেন রয়েস

View next story