বায়ার্ন মিউনিখের ১১ বছরের দৌরাত্ম্য শেষ করে বুন্দেশিলগা জিতে নিয়েছে বায়ার লেভারকুসেন



১২০ বছরের ইতিহাসে প্রথম লিগ খেতাব জিতল লেভারকুসেন, তাও অপরাজিতভাবে



বায়ার্নের দৌরাত্ম্য থামালেন তাদেরই প্রাক্তনী জাভি আলন্সো



লেভারকুসেনের মাধ্যমেই আলন্সোর সিনিয়র দলের কোচিংয়ে হাতেখড়ি



২০২২ সালে ৫ অক্টোবর তিনি যখন দায়িত্ব নেন, তখন দল লিগের নীচের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল



কিন্তু যোগ দেওয়ার ৫৫৭ দিন পরেই তিনি দলকে খেতাব এনে দিলেন



লেভারকুসেন এখনও ইউরোপা লিগের সেমিফাইনালে পৌঁছনোর দৌড়ে রয়েছে, জার্মান লিগ কাপের ফাইনালে উঠেছে



আলন্সো যে কোচ হিসাবে সাফল্য পাবেন, ৫ বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন হোসে মোরিনহো



আনসেলোত্তি, মোরিনহো, গুয়ার্দিওলাদের অধীনে খেলা বিশ্বজয়ীর প্রতিভা বুঝেছিলেন পর্তুগিজ কোচ



মোরিনহো ভবিষ্যদ্বাণীকে সত্য প্রমাণ করলেন স্প্যানিশ কিংবদন্তি



Thanks for Reading. UP NEXT

বাগানে বসন্ত, লিগ শিল্ড জয় সবুজ-মেরুনের

View next story