তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন করিম বেঞ্জেমা তাঁর দখলে ৩৭টি গোল রয়েছে প্রাক্তন উয়েফা সভাপতি মিশেল প্লাটিনিও তালিকায় রয়েছেন তিনি ৭২টি ম্যাচে ৪১টি গোল করেছেন ফ্রান্সের হয়ে এখনও খেলা চালিয়ে যাওয়া আঁতোয়াঁ গ্রিজম্যান তালিকায় তৃতীয় তিনি ১০৮ ম্যাচে ৪২টি গোল করেছেন জিহুর সঙ্গে একদা আর্সেনালের হয়ে খেলেছেন থিয়রি অঁরি অঁরির ৫১ গোলের রেকর্ড ভাঙলেন জিহু পোল্যান্ড ম্যাচে গোল করেই অঁঁরিকে টপকে গেলেন জিহু তিনি ফ্রান্সের হয়ে ৫২তম গোলটি করেন