খবর রটেছিল মা হতে চলেছেন অভিনেত্রী মালাইকা অরোরা। এবার তার উত্তর দিলেন বলিউড অভিনেতা অর্জুন কপূর। প্রেমিকার মা হওয়ার খবর প্রসঙ্গে কী বললেন অভিনেতা? বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক সংবাদ সংস্থাকে নিশানা করে বিস্ফোরক পোস্ট করলেন অর্জুন কপূর। এক জাতীয়স্তরের বিনোদন সংবাদ সংস্থার পক্ষ থেকে একটি খবর প্রকাশ করা হয়। বুধবার 'মালাইকা অরোরা কি অন্তঃসত্ত্বা?' শীর্ষক ওই খবরটির স্ক্রিনশট পোস্ট করে ক্ষোভ উগরে দেন অর্জুন কপূর। অভিনেতার পরিষ্কার বক্তব্য, 'আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে ছেলেখেলা করবেন না'। 'আমরা ভুয়ো গসিপ এড়িয়ে চলার চেষ্টা করি বলে নিয়মিত এই ধরনের খবর করে মিডিয়ায় ছড়িয়ে এরা পার পেয়ে যান।' 'এভাবে চলতে পারে না। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে ছেলেখেলা করবেন না।' কিছুদিন আগে সংবাদ মাধ্যমে রটে যায় যে অর্জুন ও মালাইকার সম্পর্কে ভাঙন ধরেছে। লেখেন, 'ভুয়ো জল্পনার জন্য কোনও জায়গা নেই। সাবধানে থাকো। ভাল থেকো।'