মুক্তি পেল 'দ্য রেড ফাইলস' ছবির প্রথম পোস্টার, হাজির ছিলেন লগ্নজিতা কিংশুক দের পরিচালনায় ফের পর্দায় বানতলা ধর্ষণকাণ্ডের ঘটনা উঠে আসবে ছবিতে অভিনয় করছেন মুমতাজ সরকার, কিঞ্জল নন্দ, বিদীপ্তা চক্রবর্তী ও অন্যান্যরা। ক্যামেরার দায়িত্বে শুভদীপ নস্কর। সঙ্গীত পরিচালনায় রয়েছেন সৌম্য ঋত এই ছবির অন্যতম মুখ্যভূমিকায় রয়েছেন মুমতাজ সরকার। পোস্টার লঞ্চে হাজির ছিলেন তিনি। ছবিতে শোনা যাবে নচিকেতার গান, কন্ঠে রয়েছেন সৌম্যঋত নিজেও। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিচালক কিংশুক দে, মুমতাজ সরকার, বিদীপ্তা চক্রবর্তী ও অন্যান্যরা। নবাগতা তানিকশা রায়কে এই ছবির অন্যতম মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ব্লুবেরিজ এন্টারটেনমেন্টের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। এই ছবির মুক্তির দিন নিয়ে এখনও পাকা সিদ্ধান্ত হয়নি।