একবার, দুবার নয়, পাঁচ-পাঁচবার মনোনীত হলেও পাননি নোবেল শান্তি পুরস্কার।
মহাত্মা গান্ধীর দেখানো অহিংস পথকে সম্মান জানিয়ে ২০০৭ থেকে ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালিত হয়।
গুজরাতের পোরবন্দরে ১৮৬৯ সালের ২ অক্টোবর জন্ম নিয়েছিলেন মহাত্মা গান্ধী।
মহাত্মা গান্ধীর নামে বিশ্বজুড়ে রয়েছে ১০১ টি রাস্তা। ভারতের বিভিন্ন অংশ জুড়ে ৫৩ টি ও বিশ্বের বিভিন্ন প্রান্তে আরও ৪৮ রাস্তা রয়েছে মহাত্মা গান্ধীর নামে।
মহাত্মা গান্ধীই একমাত্র ভারতীয় যিনি পেয়েছেন টাইম ম্যাগাজিনের ম্যান অফ দ্য ইয়ার শিরোপা। ১৯৩০ সালে।
প্রথম জীবনে দক্ষিণ আফ্রিকায় আইনজীবী হিসেবে কাজ করার সময়ে সেখানকার কৃষ্ণাঙ্গ মানুষের হয়ে লড়াই করেছিলেন তিনি।
দেশে ফিরে রাজনীতিতে যোগ দিয়ে অহিংস পথে দেশের স্বাধীনতা সংগ্রামের লড়াই। যে অবদানের জন্যই তাঁকে মহাত্মা উপাধী দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
ছোটবেলায় তাঁর এক শিক্ষক ছিলেন আইরিশ। যার সুবাদেই মহাত্মার ইংরেজিতেও জুড়ে গিয়েছিল আইরিশ টান।
১৯৪৮ সালের ৩০ জানুয়ারি মৃত্যু হয় মহাত্মার। তাঁকে গুলি করে খুন করা হয়েছিল। নাথুরাম গডসের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন মহাত্মা গান্ধী।
বিশ্বজুড়ে বঞ্চিত, পিছিয়ে পড়া মানুষদের অধিকারের জন্য অহিংস পথে লড়াই করে দাবি আদায়ের এক অনন্য পথ বিশ্বকে শিখিয়েছিলেন ভারতের জাতির জনক।