প্যান কার্ড নেই ? তবে আছে আধার কার্ড ? চিন্তা নেই, আধার থাকলেই করাতে পারবেন প্যান কার্ড। আধার কার্ডের সাহায্যেই পেয়ে যাবেন ই-প্যান কার্ড। যা দিয়েই হবে যাবতীয় কাজ। প্রথমেই ইনকাম ট্যাক্সের ই-ফাইলিং পোর্টালে ইনস্ট্যান্ট ই-প্যান অপশনে যান। ই-প্যান পেজে গিয়ে ক্লিক করুন অবটেন নিউ ই-প্যান অপশনে। ১২ সংখ্যার আধার নম্বর দিন। এগরিমেন্টে টিক করে কনটিনিউ অপশন ক্লিক করুন। ওটিপি ভ্যালিডেশন পেজে গিয়েও ক্লিক করুন কনটিনিউ অপশনে। আধারের সঙ্গে যুক্ত মোবাইলে নম্বরে যাবে ছয় সংখ্যার ওটিপি। সেটা নির্দিষ্ট বক্সে দিয়ে আবারও ক্লিক করুন কনটিনিউতে। ভ্যালিটেড আধার ডিটেলস পেজে পৌঁছে টার্মসে টিক করে ফের ক্লিক করুন কনটিনিউ অপশনে। যে পদ্ধতির পরে মোবাইল নম্বরে অ্যাকনলেজমেন্ট নম্বর সহ কনফারমেশন পাবেন। কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে ই-প্যান।