Image Source: Pexels, Pixabay

বেশি মশলাযুক্ত বা গুরুপাক খাবার খাওয়া ঠিক নয়, এমনটাই বলা হয়ে থাকে।

Image Source: Pexels, Pixabay

খাবারেও আদা-রসুন-পেঁয়াজ ব্যবহারে লাগাম দিতে বলা হয়। কিন্তু এটাও ঠিক যে রসুনের একাধিক গুণ রয়েছে।

Image Source: Pexels, Pixabay

হিমালয়ান গার্লিক নামে যে রসুন রয়েছে, সেটিকে কাশ্মীরি রসুন, জম্মু রসুন বা স্নো মাউন্টেট রসুনও বলা হয়

Image Source: Pexels, Pixabay

এই জাতের রসুনের একাধিক উপকার রয়েছে।

Image Source: Pexels, Pixabay

প্রয়োজনীয় খনিজ যেমন ম্যাঙ্গানিজ, ভিটামিন বি সিক্স, ভিটামিন সি- পাওয়া যায় এই রসুন থেকে।

Image Source: Pexels, Pixabay

তামা, সেলেনিয়াম, ফসফরাসের মতো অতি প্রয়োজনীয় খনিজও মেলে এখানে

Image Source: Pexels, Pixabay

অন্য রসুনও উপকারী। প্রদাহরোধী উপাদান থাকায় দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি।

Image Source: Pexels, Pixabay

উচ্চ কোলেস্টেরল লাগামে আনতে সাহায্য করে রসুন।

Image Source: Pexels, Pixabay

পেশির স্বাস্থ্যের জন্য়ও প্রয়োজনীয় রসুনে থাকা উপকরণ। সর্দি-ঠান্ডা থেকে উপশম পেতেও সাহায্য।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও নিয়ম মেনে চলুন।