Image Source: Pexels, Pixabay

সহজে জল বইতে গেলে ভরসা প্লাস্টিকের বা কাচের বোতল

Image Source: Pexels, Pixabay

দীর্ঘদিন ব্যবহার করলেই বোতলগুলোয় গন্ধ হয়ে যায়

Image Source: Pexels, Pixabay

তখন অস্বস্তি তো হয়েই, পাশাপাশি ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কাও থাকে

Image Source: Pexels, Pixabay

বোতলে ওরকম গন্ধ দূর করতে গেলে ঘরোয়া টোটকাই ভরসা

Image Source: Pexels, Pixabay

কীভাবে সেই কাজ করা সম্ভব? কী কী লাগে?

Image Source: Pexels, Pixabay

জলের বোতলে এক চামচ বেকিং সোডা দিয়ে জলভর্তি করে ফেলুন। ভাল করে ঝাঁকিয়ে রাতভর রেখে দিন।

Image Source: Pexels, Pixabay

এক ছিপির মাপে ভিনিগার জলে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন সেই মিশ্রণ। পরে ধুয়ে নিলেই দাগ ও গন্ধ চলে যাবে

Image Source: Pexels, Pixabay

বোতলের মধ্যে সামান্য লেবুর রস দিয়ে জল দিয়ে মিশিয়ে ভাল করে ঝাঁকিয়ে রেখে দিতে হবে। ধুয়ে নিলেই আর থাকবে না গন্ধ

Image Source: Pexels, Pixabay

জলের বোতলে টি ব্য়াগ ফেলে জল ভর্তি করে রাতভর রেখে দিন। উধাও হবে ভ্যাপসা গন্ধ

Image Source: Pexels, Pixabay

সাবান ও জল দিয়েও পরিষ্কার করা যায় জলের বোতল। তবে বোতলের মধ্যে যেন সাবানের কোনও অংশ না থেকে যায়