আজ জন্মদিন বলিউড অভিনেত্রী গওহর খানের। জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য ছোট পর্দা ও বড় পর্দার অত্যন্ত পরিচিত মুখ গওহর খান। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন তিনি বলিউডে অভিনেত্রী হিসেবে হওয়ার খান কেরিয়ার শুরু করেন 'যশরাজ ফিল্মস'-এর ছবি 'রকেট সিং' দিয়ে বেশ কিছু সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দিয়েছেন গওহর খান। তার মধ্যে বেশ কিছু প্রতিযোগিতায় জেতেনও তিনি গওহর খান আগেও জনপ্রিয় ছিলেন। কিন্তু তাঁর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' 'বিগ বস সিজন ৭'-এ প্রতিযোগী হিসেবে দেখা যায় গওহর খানকে। সেই সিজন তিনিই জেতেন 'বিগ বস'-এর ঘরে থাকাকালীন আর এক প্রতিযোগী কুশল ট্যান্ডনের সঙ্গে সম্পর্কে জড়ান গওহর 'বিগ বস'-এর ঘর থেকে বেরিয়ে একটি মিউজিক ভিডিওতেও তাঁরা একসঙ্গে কাজ করেন কুশল ট্যান্ডনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইসমাইল দরবারের পুত্র জাইদ দরবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফিটনেসের দিকে নজর দিলেও খেতে খুবই ভালোবাসেন গওহর। চিকেন বিরিয়ানি থেকে চকোলেট, তাঁর অত্যন্ত পছন্দের