চোখে সানগ্লাস, কাঁধে ফ্যাশনদুরস্ত ব্যাগ। কোথায় গেলেন পুজা হেগড়ে? নাহ, বাইরে কোথাও নয়। জিমে গিয়েছিলেন পুজা। মুম্বইয়ের খার-র কাছে জিম। সেখানেই ফ্রেমবন্দি করা হল নায়িকাকে। হালেই 'ভাইজান' ছবির শুটিং সেরে ফিরেছেন পুজা। সলমন খানের সঙ্গে ওই ছবিতে দেখা যাবে তাঁকে। লেহ-লাদাখে ছবির শুটিং সেরে হালেই ফিরেছেন দুজনে। এর পরে রোহিট শেট্টি পরিচালিত 'cirkus' ছবিতে দেখা যাওয়ার কথা অভিনেত্রীকে। রণবীর সিংহ ও জ্যাকলিন ফার্নান্ডেজ-ও থাকবেন পুজার সঙ্গে। ২০২২-র ক্রিসমাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা। তবে জিম-লুকেও ভক্তদের তাক লাগিয়ে দিলেন পুজা।