গডফাদার ছিল না কোনও, লড়াই করতে একাই নেমেছিলেন তবে খালিহাতে ফেরাননি দর্শক, উজাড় করে দিয়েছেন ভালবাসা তাতেই একের পর এক ছবিতে সাফল্যের নজির কার্তিক আরিয়ানের তবে তারকা হয়েও মধ্যবিত্ত জীবনের অভ্যাস রয়ে গিয়েছে তার একঝলক চোখে পড়ল মঙ্গলবার, ভারসোভা জেটিতে সেখানে হেঁটে গিয়ে ফেরিতে উঠলেন কার্তিক তাঁকে দেখতে ভিড় জমে যায় ফেরিঘাটের এদিক ওদিক হাসিমুখে হাত নাড়েন কার্তিক, তারকা সুলভ হাসিও ছিল মুখে নামীদামি সংস্থার বহুমূল্য গাড়ির সমাহার কার্তিকের বাড়িতে তার পরও ফেরিযাত্রায় নায়ককে দেখে আপ্লুত অনুরাগীরা