এস শ্রীসন্থের সঙ্গে বাদানুবাদ। মাঠের মধ্যে বিতর্ক ফের একবার সঙ্গী গৌতম গম্ভীরের। লেজেন্ডস ক্রিকেট লিগ খেলার মাঝে শ্রীসন্থের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে গোতির। যদিও এই প্রথমবার নয়, মাঠের মধ্যে প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে আগেও একাধিকবার ঝামেলায় জড়িয়েছেন গম্ভীর। বিরাট কোহলির সঙ্গেই কয়েকবার মাঠের মধ্যে ঝামেলায় জড়ান গৌতম গম্ভীর। ২০১৩ সালে আইপিএল ম্যাচে কেকেআর অধিনায়ক ঝামেলায় জড়ান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলির সঙ্গে। গত আইপিএলেও লখনউ সুপার জায়ান্টসের মেন্টর মাঠের মধ্যে ফের ঝামেলায় জড়ান কোহলির সঙ্গে। ভারত-পাকিস্তান ম্যাচের মাঝে শাহিদ আফ্রিদির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর। পাক ক্রিকেটার উমরান আকমালের সঙ্গেও মাঠেই বিবাদ হয়েছিল গোতির। দু'বারের বিশ্বকাপ ও আইপিএল জয়ী গৌতম গম্ভীরের মাঠের বিবাদ অবশ্য তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলেনি। আগামী আইপিএলে কেকেআরের মেন্টরের দায়িত্বে ফিরছেন গৌতম। সেখানেও কি আরও একবার দেখা যাবে 'গম্ভীর' কোনও ইস্যু ? সমস্ত ছবি- এবিপি-ফাইল চিত্র।