অ্যাসিডিটি হলে পাঁচ থেকে ছয়টি তুলসি পাতা চিবিয়ে খেলে উপকার হয়। মৌরি হজমশক্তি বাড়ায় এবং কোষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে। অ্যাসিড হলে কিছু পরিমাণ মৌরি খেলে উপকার পাওয়া যেতে পারে। দীর্ঘমেয়াদি ফল পেতে জলে অল্প মৌরি ফেলে ফুটিয়ে রাতে রেখে দিতে হবে। অ্যাসিডের কষ্ট থেকে মুক্তি পেতে ঠাণ্ডা দুধ খেতে হবে। চিনি মেশানো চলবে না। এমনি ঠান্ডা দুধ খান। হজমশক্তি বাড়াতে আদা উপযোগী। অ্যাসিড থেকে মুক্তি পেতে আদার টুকরো মুখে ফেলে রাখুন। পেটের আলসার দূর করতে কাজ করে জিরা। অ্যাসিডিটি হলে লবঙ্গ মুখে ফেলে একবার কামড়ে নিতে হবে, যাতে এর রস আস্তে আস্তে পেটে যায়।