বেদানার রস খেলে কমে ব্রণর সমস্যা ত্বক হয়ে ওঠে ঝকঝকে তরমুজের রসে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে অনেক সতেজ করে অ্যালোভেরা জুস শরীরকে হাইড্রেটেড রাখে এর ফলে ত্বকের সমস্যা কম হয় টমেটো জুসে থাকে লাইকোপেন যা স্কিনের পক্ষে খুব উপকারী গাজরের রসে ত্বকের রঙ পরিষ্কার হয় এতে রয়েছে ফটোকেমিকলস আঙুরের রসও ত্বক ভাল রাখে চামড়ায় ঔজ্জ্বল্য বৃদ্ধি করে বিটরুটে রয়েছে অ্যান্টি এজিং উপাদান ডার্ক স্পট, দাগ কমায়