ছোট ছোট করে পনির টুকরো করে নিন আর বেসন দিয়ে ডুবো তেলে পকোড়া করে ভেজে নিন

দুটো ব্রাউন ব্রেডের মাঝে পনির দিয়ে তৈরি পুর ভরে টোস্টারে লালচে করে টোস্ট করে নিন

তৈরি করে ফেলুন পনিরের ভুজিয়া

তৈরি করে ফেলুন পনিরের কাটলেট, কাসুন্দি কিংবা সসের সঙ্গে জমে যাবে

আলু, ফুলকপি কিংবা সাধারণ পরোটার মতো তৈরি করে ফেলুন পনিরের পরোটা

বেসন, স্বাদ মতো মশলা এবং জল দিয়ে তৈরি করুন ছিলা তারমধ্যে পনিরের পুর ভরে ভেজে নিন

রান্না করে খাওয়ার পাশাপাশি স্যালাডেও খাওয়া যায় পনির