একাধিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঠিকমতো চালাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাইরয়েড গ্রন্থি।

ওই গ্রন্থিতে কোনওরকম ভারসাম্যের অভাব হলেই প্রভাব পড়ে শরীরে। ক্ষতি হয় চোখেরও।

সমস্যা বাড়লে চোখের কোষে আক্রমণ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।

এই সমস্যাকেই বলা হয় থাইরয়েড আই। অনেকেই ভোগেন এই সমস্যায়।

থাইরয়েড আই একধরনের অটোইমিউন ডিজিজ। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হামলা করে শরীরকেই।

এই রোগে নষ্ট হয় চোখের কোষ। চোখ শুকিয়ে যায়। জল পড়ে চোখ থেকে।

অনেকের দৃষ্টিশক্তিও ক্ষতিগ্রস্ত হয়। দেখা যায় ডবল ভিশনের সমস্যাও।

থাইরয়েড আই হওয়ার কোনও নির্দিষ্ট কারণ পাওয়া যায় না। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সমস্যা এড়াতে আগে থেকে সচেতন হওয়া বাধ্যতামূলক। থাইরয়েড থাকলে কড়া নজর রাখতে হবে চোখের স্বাস্থ্যেও।

নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। আগে থেকে সতর্ক থাকলে রোখা যাবে গুরুতর ক্ষতি।