পুজোর ঢাকে পড়ে গিয়েছে কাঠি। ত্বক পরিচর্যা কীভাবে? রইল সহজ টিপস ত্বকের যত্নে জুড়ি মেলা ভার পাকা পেঁপের। মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন পেঁপেতে উপস্থিত আলফা হাইড্রোক্সি অ্যাসিড মৃত কোষ দূর করে স্কিন টোন উজ্জ্বল করতে পারে পেঁপে এতে উপস্থিত ভিটামিন সি এবং এনজাইম দাগছোপ দূর করে পেঁপের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা প্রদাহ নির্মূল করে পুজোয় ত্বক রাখতে হবে ব্রণ মুক্ত। এক্ষেত্রেও কার্যকরী হতে পারে পেঁপে ত্বকে লালাভাব দেখা যায় অনেকের। পেঁপে ব্যবহারে মিটতে পারে সমস্যা প্রতিদিন পেঁপে ব্যবহারে উন্নত হতে পারে ত্বকের স্বাস্থ্য