উৎসবের মরশুমে আনন্দের পাশাপাশি শিশুর বিশেষ যত্ন প্রয়োজন



বায়ুদূষণের জেরে শিশুর ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়



বাজি ফাটানোর থেকে দূরে রাখুন খুদে সদস্যকে



কর্নিয়ার মারাত্মক ক্ষতি হতে পারে



বাজি ফাটালে বা বাইরে থেকে এলে অবশ্যই হাত ধুয়ে নিন



এই সময়ে শিশুকে বাইরে নিয়ে বেরোলেও চোখ এবং নাক যাতে সুরক্ষিত থাকে তা দেখতে হবে



শুধু বাজি নয়, প্রদীপের আগুন থেকেও রাখতে হবে সাবধানে



শিশুর হাতের নাগালের বাইরে রাখুন প্রদীপ



শিশুর সুরক্ষায় উৎসবের দিনগুলিতে অবশ্যই সঙ্গে রাখুন ফার্স্ট এড বক্স



কোনও রকম সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন