নিমের ডাল ঔষধিগুণে ভরপুর। প্রতিদিন নিয়ম করে নিমের ডাল দিয়ে দাত মাজলে দাঁত মজবুত হয়। নিমের থাকে শক্তিশালী অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা মুখের জীবাণু নির্মূল করে। নিম দাঁতন দিয়ে দাঁত মাজলে মুখে গন্ধ হয় না। মাড়ি থেকে রক্ত পড়া, ব্যথা এবং ফোলা সমস্যা থেকে মুক্তি পেতেও নিম দাঁতন উপকারী। নিম দাঁতন লালার ক্ষারীয় মাত্রা বজায় রাখে, দাঁতে ক্যাভিটি সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। নিম দাঁতন দাঁতের হলুদ ছোপ দূর করে দাঁতকে সাদা করে। এ ছাড়া, নিমের ডাল মাউথ ফ্রেশনার হিসেবেও কাজ করে। নিম মাড়ির স্বাস্থ্য ভাল রাখতে উপকারী। এটি মুখের যাবতীয় অসুখ ও সংক্রমণ দূরে রাখে মাড়ি ফুলে ওঠ, ঘা ইত্যাদি যেকোনও সমস্যায় অন্যতম সমাধান নিম দাঁতন তবে নিম দাঁতন ব্যবহারের আগে অবশ্যই ভাল করে ধুয়ে নিন শুকিয়ে যাওয়া নিম ডালের তুলনায় নিমের সতেজ ডাল বেশি উপকারি