রতন টাটার কাঁধে হাত রাখতে পারেন তিনিই বয়স ৩০ হলেও, শিল্পপতির বিশ্বস্ত বন্ধু শান্তনু নায়ডু রতন টাটার বয়স যেখানে ৮৫, শান্তনু মাত্র ৩০ অসমবয়সি এই বন্ধুতার সূচনা পশুপ্রেম থেকে একসময় টাটা ট্রাস্টে ইন্টার্নশিপ করতেন শান্তনু পরবর্তী কালে বিদেশে পড়তে চলে যান শান্তনু পশুপ্রেমী শান্তনু পথকুকুরদের জন্য় সংস্থা চালান সেই সূত্রেই রতন টাটার সান্নিধ্যে এসে পড়েন শান্তনু বর্তমানে রতন টাটার জেনারেল ম্যানেজার শান্তনু শান্তনুর সব অনুষ্ঠানে উপস্থিত থাকেন রতন টাটা