২০১৯ থেকে সাংসদ, তার মধ্যেই খ্যাতি পেয়েছে মহুয়া মৈত্রের বাগ্মিতা।



সম্প্রতি ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্কে এথিক্স কমিটির সুপারিশে সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি



কৃষ্ণনগর থেকে নির্বাচিত মহুয়া মৈত্রের জন্ম অসমের কাছাড়ে।



প্রাথমিক শিক্ষার পরেই কলকাতায় চলে এসেছিলেন পড়াশোনার জন্য়। তারপর উচ্চশিক্ষার জন্য় বিদেশে



ম্যাসাচুসেটসের মাউন্ট হলিওক কলেজ সাউথ হ্যাডলি থেকে অর্থনীতি ও গণিতে স্নাতক হন তিনি।



পড়াশোনার শেষে করে মার্কিন মুলুকেই চাকরি। বহুজাতিক আর্থিক সংস্থা জেপি মর্গ্য়ান চেজ-এ বেশ কিছুদিন কাজ করেছেন তিনি।



পেশায় Investment Banker মহুয়ার বেতন ছিল চোখ কপালে তোলার মতো, কর্মসূত্রে নিউইয়র্ক ও লন্ডনেও ছিলেন তিনি।



বেশ কিছুদিন কাজ করার পরে চাকরি ছাড়ার সিদ্ধান্ত। দেশে ফিরে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছেয় ফিরে আসেন মহুয়া।



দেশে ফিরে ২০০৯ সালে কংগ্রেসে যোগ দেন মহুয়া। এক বছর পরেই দল ছাড়েন- ২০১০ সালে যোগ দেন তৃণমূল কংগ্রেসে।



২০১৬ সালে বিধানসভা নির্বাচনে করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন। ২০১৯ সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র জয়ী হয়ে সংসদে



Thanks for Reading. UP NEXT

বারবার আছড়ে পড়ে ঘূর্ণিঝড়! এর আগে ধ্বংসলীলা চালিয়েছিল কারা?

View next story