নীল আলো বা ব্লু লাইট ত্বকের মারাত্মক ক্ষতি করে। মূলত ফোন বা কম্পিউটার থেকে এই ব্লু লাইট নির্গত হয়। একটানা এই নীল আলো ত্বকে পড়লে বলিরেখা দেখা দিতে পারে। ব্লু লাইট ত্বকের উজ্জ্বলতা কমিয়ে দেয়। শুধু ত্বক নয়, ব্লু লাইটের ক্ষতিকর প্রভাব পড়ে চোখেও। রাত্রিবেলা অন্ধকার ঘরে ফোন ঘাঁটলে মুখের ত্বকে ব্লু লাইটের প্রভাব পড়ে সবচেয়ে বেশি। চোখের চারপাশে ডার্ক সার্কল এবং চামড়া কুঁচকে যাওয়ার প্রবণতা দেখা যায়। শুধু ত্বক নয়, ব্লু লাইট প্রভাব ফেলে স্লিপ-সাইকেলেও। পর্যাপ্ত ঘুম না হলে এমনিতেই আপনার ত্বক জৌলুসহীন লাগবে। ব্লু লাইটের প্রভাব থেকে ত্বক বাঁচাতে প্রয়োজন সঠিক যত্ন।