ফোন দীর্ঘমেয়াদি করতে কী কী নিয়ম মেনে চলবেন দেখে নিন। চার্জে ফোন বসিয়ে কথা বলবেন না। গান শোনা বা ভিডিও দেখার সময় চার্জ দেওয়া বন্ধ রাখুন। ফোনের পিছনের অংশ গরম হয়ে গেলে কভার খুলে রাখুন। নিয়মিত ফোন পরিষ্কার করুন নরম কাপড় দিয়ে। কোনওভাবেই ফোনে ধুলো জমতে দেবেন না। অতিরিক্ত ঠান্ডা বা তাপ থেকে ফোন দূরে রাখুন। ফোনে অতিরিক্ত চার্জ দিলেও সেটা খারাপ হতে পারে। চার্জ বজায় রাখতে ব্যাটারি সেভার অন রাখুন। স্ক্রিন ব্রাইটনেস কমলেও চার্জ ঠিক থাকে ফোনের।