সৌন্দর্য প্রতিযোগিতায়র বিজয়িনী, সফল ব্যবসায়ী, মেকআপ আর্টিস্ট সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়, কিছুই স্থায়ী হল না টনসিল সার্জারির পর কাটেনি পাঁচ দিনও, ফিরতে হয়েছিল হাসপাতালে আর ফেরা হল না ব্রাজিল সুন্দরীর, মাত্র সাতাশেই মৃত্যু হল প্রাক্তন মিস ব্রাজিল গ্লেসি করেইয়া, সোমবার মারা গিয়েছেন সাধারণ পরিবারের মেয়ে, রূপকথার গল্পের মতো উত্থান কিন্তু পরিণতি মর্মান্তিক, সাফল্য উপভোগের আগেই শেষ এপ্রিল মাসে টনসিল সার্জারি হয়, পাঁছ দিন পর অসুস্থ হয়ে পড়েন হ্যামরেজ, হৃদরোগে আক্রান্ত হন, চলে যান গভীর কোমায় দীর্ঘ ৭৭ দিন কোমায় ছিলেন গ্লেসি, মারা গেলেন সোমবার