কামরাঙার উপকারিতা

কামরাঙা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা ফল। এর রয়েছে একাধিক গুণ। দেখে নিন কী কী কাজে লাগে এই ফল।

কামরাঙার উপকারিতা

এটি কম-ক্যালরিযুক্ত একটা ফল।

কামরাঙার উপকারিতা কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।

কামরাঙার উপকারিতা

কামরাঙায় রয়েছে সলুবেল ফাইবার। যা খারাপ কোলেস্টেরল কমিয়ে দিয়ে হৃদরোগ দূরে সরিয়ে রাখে।

কামরাঙার উপকারিতা ফাইবার-সমৃদ্ধ ফল এটি।

কামরাঙার উপকারিতা

ফাইবার থাকায় কামরাঙা হজমে সাহায্য করতে পারে।

কামরাঙার উপকারিতা ওজন-নিয়ন্ত্রণে রাখার পক্ষে আদর্শ ফল।

কামরাঙার উপকারিতা

তাছাড়া দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে পারে এই ফল।

কামরাঙার উপকারিতা

কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের পক্ষে আদর্শ ফল।

কামরাঙার উপকারিতা এতে থাকা সলুবেল ফাইবার রক্ত থেকে ফ্যাট মলিকিউল দূর করতে পারে। এর জেরে কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমে।