সকাল সকাল পুষ্পাঞ্জলি দিলেন সৌরভ পরনে জিনস ও সোয়েটার, চোখে চশমা অন্যবারের থেকে একটু আলাদা সাজে মহারাজ নেই পাঞ্জাবি-পাজামা সাজ ব্যস্ততার মাঝেও সবার আবদার রাখলেন যাঁরাই চাইলেন, দিলেন সই, তুললেন নিজস্বী সৌরভের শ্বশুরবাড়িতে নৃত্যশিল্পীর স্কুলে হয় বাণীবন্দনা এদিন একাই গিয়ে দীক্ষামঞ্জরিতে পুষ্পাঞ্জলি দিলেন মহারাজ মেয়ে সানা পড়াশোনা করছেন লন্ডনে স্ত্রী ডোনাও রয়েছেন মেয়ের সঙ্গেই আজই আমদাবাদ উড়ে যাওয়ার কথা বিসিসিআই প্রেসিডেন্টের