'সরস্বতী': মুক্তি পেল স্বল্প দৈর্ঘ্যের ছোট ছবি শুভ দিনটি চিহ্নিত করতে এই শর্ট ফিল্ম তৈরি প্রধান ভূমিকায় জাতীয় পুরস্কার প্রাপ্ত সুদীপ্তা চক্রবর্তী পরিচালনায় অনিলাভ চট্টোপাধ্যায় সংসারের জাঁতাকলে মানুষের বহু প্রতিভার অকাল মৃত্যু ঘটে হারিয়ে যায় 'আমি' সময়ের সঙ্গে সঙ্গে ইচ্ছেপূরণের গল্পে নতুন করে শান দেবে এই ছবি একাধিক প্রশ্ন সবের উত্তর মিলবে এই ছবিতে অভিনেত্রীর কথায়, 'গল্পটা ভীষণ পছন্দ হয়' দেখা যাচ্ছে 'গ্রেমাইন্ড ফিল্মস'-এর ইউটিউব চ্যানেলে