স্বাস্থ্যের পক্ষে তুলসি যে অত্যন্ত উপকারী, তা সবারই জানা
প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্রে তুলসির উল্লেখ আছে
তুলসি পাতা, বীজ সহ গাছের প্রতিটি অংশই উপকারী
ব্রঙ্কাইটিসে আক্রান্তদের পক্ষে তুলসি বিশেষ উপকারী
তুলসি পাতা ও বীজ গোলমরিচের সঙ্গে মিশিয়ে খাওয়ালে ম্যালেরিয়া আক্রান্তরা সুস্থ হয়ে ওঠেন
পেটের রোগ, বমি হলে যদি তুলসিপাতা খাওয়া যায়, তাহলে সুস্থ হয়ে ওঠা সম্ভব
চর্মরোগ সারাতেও ব্যবহার করা হয় তুলসি গাছ
পেটের আলসার এবং চোখের রোগ সারাতেও তুলসির ব্যবহার হয়
পতঙ্গ কামড়ালে সংশ্লিষ্ট স্থানে তুলসি পাতা দিয়ে তৈরি তেল লাগালে উপকার হয়
তুলসিতে ভিটামিন এ ও সি, ক্য়ালসিয়াম, জিঙ্ক, আয়রন, ক্লোরোফিল থাকে
মানসিক চাপ কাটাতেও সাহায্য করে তুলসি