কলকাতা থেকে জেলা, বাড়ছে ডেঙ্গির দাপট



সরকারি মেডিক্য়াল কলেজগুলির সঙ্গে বৈঠক স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তারা



পরিস্থিতি মোকাবিলায় সতর্ক করা হয়েছে হাসপাতালগুলিকে



বলা হয়েছে, মেডিক্য়াল কলেজগুলিতে ফিভার ক্লিনিক খুলতে হবে



সম্ভব হলে আউটডোর থেকে রক্তের নমুনা সংগ্রহ করতে হবে



হাসপাতালে ভর্তি ডেঙ্গি রোগীদের জন্য ২৪ ঘণ্টা চালু রাখতে হবে ল্যাব



নিয়মিত শারীরিক পরীক্ষা যাচাই করে রিপোর্ট দিতে হবে



স্বাস্থ্যভবনের নির্দেশ দু'দিনের বেশি জ্বর হলে NS1 অ্যালাইজা পরীক্ষা করাতে হবে



ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসার বাইরের বিষয়গুলি দেখাশোনাতে আধিকারিককে নিয়োগ



প্লেটলেটের যোগান সহ ব্লাড ব্যাঙ্কের পরিষেবা যথাযথ রাখার নির্দেশ