কলা সহজলভ্য হলেও
উপকারী নয় সকলের জন্য


বরং কলা খেলে নানা
পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে


কলা খেলে ঘেঁটে
যায় বিপাকীয় প্রক্রিয়া


বুঝেশুনে না খেলে
ওজন বাড়ায় কলা


অতিরিক্ত পটাসিয়াম
কারও জন্যই ভাল নয়


কলা অসহনীয় হলে
মাইগ্রেনের যন্ত্রণা বাড়ে


কলা খেলে কোষ্ঠকাঠিন্যের
সমস্য়ায় পড়তে হয়


কলার মিষ্টত্ব থেকে হতে পারে
এন্ডোমেট্রিয়াল ক্যান্সার


অনেক সময় কলা খেলে
পেট ফোলা লাগে


খালিপেটে কলা খেলে
ঝিমুনি ভাব আসে