এই এক ভাইরাস বদলে দিতে পারে আপনার অ্যাকাউন্টের হাল। কোনওক্রমে মোবাইলে ঢুকতে পারলেই নিমেষে উধাও হবে আপনার টাকা।

বিপজ্জনক এই ভাইরাসটির নাম হার্লি ম্যালওয়্যার। এটি একটি ভাইরাস যা 'গার্লফ্রেন্ড' ভাইরাস নামেও পরিচিত। যা ব্যবহারকারীদের মোবাইলে ঢুকে ব্যাঙ্কিং তথ্য চুরি করছে৷

সম্প্রতি এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে, MakeUseOf। যেখানে বলা হয়েছে, গুগল প্লে স্টোরে পাওয়া গিয়েছে এই হার্লে ম্যালওয়্যারটি।

ডিসি কমিকস ইউনিভার্স জোকার হার্লে কুইজের কাল্পনিক বান্ধবীর নামে নামকরণ করা হয়েছে এই ভাইরাসের।

এই ম্যালওয়্যার ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই যেকোনও পরিষেবার জন্য সাইন আপ করে। তারপরে ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেয়।

কোনও অনুমতি ছাড়াই এই পরিষেবা চার্জ ব্যবহারকারীর ফোনের বিলে যোগ করে দেয় এই গার্লফ্রেন্ড ভাইরাস।

যেকোনও পরিষেবা সক্রিয় করতে ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমে একটি যাচাইকরণ কোড বা বার্তা পান বা ব্যবহারকারী যাচাইকরণের জন্য একটি কল পান।

এই ক্ষেত্রে এই ম্যালওয়্যারটি আপনার ফোনের যাচাইকরণের এসএমএস আটকে দেয় ও নিজেই তা যাচাই করে।

আপনার ফোনকে বিপজ্জনক ম্যালওয়্যার বা ভাইরাস থেকে রক্ষা করতে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে আসা কোনও লিঙ্কে ক্লিক করবেন না।

Google Play Store থেকে কেবল সেই অ্যাপগুলি ডাউনলোড করুন, যেগুলি Google Play Store দ্বারা যাচাই করা হয়েছে ও ডাউনলোড করার আগে এটি পরীক্ষা করে দেখুন।