যে কোনও শুভ অনুষ্ঠানের আগে, শুভ সময়ে, পুজোর সময়ে অল্প হলেও সোনায় নজর থাকেই। দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে, দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি আজ, ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৮৫৬ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৬৫৭ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩২৯ টাকা। আজ, ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৬৬১ টাকা এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭০২৪৪ টাকা সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।